মালয়েশিয়া থেকে ফিরলেন ১৪০ বাংলাদেশি

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০ | ১০:৫৯ পূর্বাহ্ণ

মালয়েশিয়া থেকে ফিরলেন ১৪০ বাংলাদেশি

করোনাভাইরাসের কারণে মালয়েশিয়ায় আটকে পড়া ১৪০ বাংলাদেশি দেশে ফিরেছেন। বুধবার সন্ধ্যা ৭টায় মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

 

তাদের অধিকাংশই পড়াশুনা এবং ট্যুরিস্ট ভিসা নিয়ে মালয়েশিয়ায় গিয়েছিলেন। ফ্লাইটে প্রবাসী শ্রমিকও ছিলেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে, মালয়েশিয়া থেকে আসা সবাই স্বাস্থ্য সনদপত্র নিয়ে এসেছেন। তাদের কেউ করোনা সংক্রমণ নয়। তবে বিমানবন্দরে স্ক্রিনিংয়ের পর তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে।

 

এর আগে কুয়ালালামপুর থেকে আরেকটি ফ্লাইটে ১৬০ বাংলাদেশিকে ফিরিয়ে আনে বাংলাদেশ বিমান। বিশ্বব্যাপী করোনা সংক্রমণের পর লকডাউনের কারণে আকাশপথে যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কাজ করছে সরকার।

Development by: webnewsdesign.com