৫০০ জনকে তবারক বিতরণের পর জানা গেল তিনি করোনা পজিটিভ

মঙ্গলবার, ১৯ মে ২০২০ | ১:০০ অপরাহ্ণ

৫০০ জনকে তবারক বিতরণের পর জানা গেল তিনি করোনা পজিটিভ

গোপালগঞ্জের কাশিয়ানীর ওড়াকান্দি ইউনিয়নের খাগড়াবাড়িয়া গ্রামের জনৈক এক ব্যক্তি তার নিকট আত্মীয়ের মৃত্যুর কারণে সম্প্রতি ঢাকা থেকে এসে কাশিয়ানী হাসপাতালে করোনার টেস্ট দিয়ে ঠিক তার পরের দিন রেজাল্ট প্রাপ্তির জন্য অপেক্ষা না করে মৃত ব্যক্তির জন্য দোয়ার আয়োজন করেন। এ সময় তিনি প্রায় ৫০০ জনের তবারক বিতরণ করেন। আমরা তার করোনার রেজাল্ট পেলাম উল্লিখিত ঘটনার এক ঘণ্টা পর। হ্যাঁ, তিনি করোনা পজিটিভ। ফলাফল – প্রায় ১৫০ পরিবারের মাঝে চরম অনিশ্চয়তা।

তাকে জিজ্ঞাসা করা হলো তিনি কেন এটা করলেন, উত্তর খুবই পরিচিত – ভুল হয়ে গেছে।

আপনি নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা থেকে আসলেন, করোনা টেস্ট করার পর ডাক্তারের পরামর্শ অমান্য করে মাত্র ১ টি দিন ঘরের মাঝে আইসোলেশনে থাকলেন না, আর তার জন্য চরম অনিশ্চয়তায় ফেলে দিলেন আপনার পরিবার-পরিজন, পাড়া-প্রতিবেশীকে।

সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বর্তমান প্রেক্ষাপট চিন্তা করে অতীব জরুরী প্রয়োজন ব্যতীত ঘরে বাইরে বের না হবার।

মনে রাখবেন এ রোগের ক্ষেত্রে প্রিয়জনকেও প্রয়োজনে পাশে পাওয়া বা রাখা যায়না….। অতএব সাবধান হউন, ঘরে থাকুন, নিজেকে নিরাপদে রাখুন।

(ফেসবুক থেকে সংগৃহীত)
লেখক: উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশিয়ানী।

Development by: webnewsdesign.com