শিক্ষার্থীদের বেতন মওকুফ চেয়ে সরকারের কাছে আবেদন

মঙ্গলবার, ০৫ মে ২০২০ | ৪:১৪ অপরাহ্ণ

শিক্ষার্থীদের বেতন মওকুফ চেয়ে সরকারের কাছে আবেদন

করোনাভাইরাসের সংক্রমণের কারণে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ। এ পরিস্থিতিতে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাসিক বেতন মওকুফ চেয়ে সরকারের কাছে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার মো. হুমায়ুন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাউসার শিক্ষা সচিব বরাবর সোমবার এ আবেদন করেন। এতে এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

আবেদনে বলা হয়, করোনা পরিস্থিতি অত্যন্ত ভয়ানক এবং দুর্যোগপূর্ণ অবস্থায় পতিত হয়েছে। দেশে সাধারণ ছুটি চলছে দীর্ঘদিন। শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। আয় রোজগার বন্ধ রয়েছে অধিক সংখ্যক মানুষের। অসহায় লাখ লাখ অভিভাবক। দেশের বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন সেক্টরের জন্য এরইমধ্যে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রণোদনা ঘোষণা করেছেন। এই দুর্যোগময় মুহূর্তে শিক্ষার্থী-অভিভাবকদের অসহায়ত্ব যাতে কিছুটা লাঘব হয় সেজন্য জনস্বার্থে আদায়যোগ্য মাসিক বেতনের অর্ধেক পরিমাণ মওকুফ করা প্রয়োজন। এতে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানও টিকে থাকবে এবং একই সঙ্গে অভিভাবকদেরও কিছুটা উপশম হবে।

Development by: webnewsdesign.com