মুসলমানদের নিয়ে যা বললেন তসলিমা নাসরিন

শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০ | ৯:০০ অপরাহ্ণ

মুসলমানদের নিয়ে যা বললেন তসলিমা নাসরিন

সারা পৃথিবীই মনে হচ্ছে মুসলমানদের ঘৃণা করে, এবং ভয় পায়। প্রায় সব দেশেই মুসলিমবিরোধী চরম ডানপন্থী রাজনীতির জনপ্রিয়তা। কারণ কী? কারণ মুসলিমদের সন্ত্রাসবাদ, মৌলবাদ, অমুসলিমদের প্রতি অসহিষ্ণুতা, মুসলিম মুক্তচিন্তকদের ওপর হামলা, ধর্মের দোহাই দিয়ে নারীর সমানাধিকার না মানা, মানবাধিকার না মানা, ধর্মনিরপেক্ষতা না মানা, অশিক্ষা,অবিজ্ঞান, অসহিষ্ণুতা,অন্যায়, অত্যাচারকে ধর্মের নামে বৈধতা দেওয়া। মুসলিমবিদ্বেষ তারই প্রতিক্রিয়া এবং এটিই আজকের বাস্তবতা।

 

 

মুসলিম মৌলবাদকে সমর্থন করে যুগ যুগ ধরে মুসলিম শাসক এবং বামপন্থী বুদ্ধিজীবীগণ মুসলিম সমাজকে আলোকিত করার বদলে অন্ধকারে ফেলে রেখেছে। নিরীহ নিরপরাধ মুসলমান তাদের ভুলের শিকার আজ।

 

 

 

ভুলের সংশোধন চাইলে, সমস্যার সমাধান চাইলে মুসলিমদের উদার হওয়া, ধর্মনিরপেক্ষ হওয়া, ধর্মের জিকির বন্ধ করা, ধর্মীয় আইন বাতিল করা, বাক স্বাধীনতা.নারীর সমানাধিকার.মানবাধিকার. ভিন্ন মত, এবং ইসলামের সমালোচনা মেনে নেওয়া ছাড়া পথ নেই।

Development by: webnewsdesign.com