হবিগঞ্জ শহরে বিরল প্রজাতির লক্ষ্মীপেঁচা উদ্ধার

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০ | ১০:০০ অপরাহ্ণ

হবিগঞ্জ শহরে বিরল প্রজাতির লক্ষ্মীপেঁচা উদ্ধার

হবিগঞ্জ শহরে বিরল প্রজাতির একটি লক্ষ্মীপেঁচা উদ্ধার করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর তত্ত্বাবধানে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।‘পরিবর্তনের ধারা আলোর পথ’ নামের একটি সামাজিক সংগঠনের সভাপতি আবুল কাসেম দিদারের কাছ থেকে খবর পেয়ে বাপা লক্ষ্মীপেঁচাটি উদ্ধার করে।দিদার জানান, শিশু-কিশোররা প্যাঁচাটিকে ইট পাটকেল নিক্ষেপ করছিল দেখতে পেয়ে প্যাঁচাটি উদ্ধারে বাপার সহযোগিতা চাই। কিছুদিন আগে বাপার মাধ্যমে একই রকম একটি প্যাঁচা বন বিভাগের কাছে হস্তান্তর করার খবরটি আমার জানা ছিল।খবর পেয়ে বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল উমেদনগর মাদ্রাসার কাছ থেকে লক্ষ্মীপেঁচাটি উদ্ধার করেন।পরে দুপুর ১ টার দিকে বন বিভাগের একটি প্রতিনিধিদল শহরের শ্যামলী এলাকায় তোফাজ্জল সোহেল এর কাছ থেকে প্যাঁচাটি গ্রহণ করেন।

Development by: webnewsdesign.com