রমজান মাসে তেল-চিনি সংকটের সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী

শনিবার, ২৫ জানুয়ারি ২০২০ | ৮:১৫ অপরাহ্ণ

রমজান মাসে তেল-চিনি সংকটের সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী

রমজান মাসে তেল ও চিনির সংকট হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, গত বছর টিসিবিতে তেলের স্ট্রোক ছিল ৩ হাজার মেট্রিক টন। এবার তার চেয়ে ২০ গুণ বেশি পঞ্চাশ হাজার টনের টার্গেট নিয়েছি।
শনিবার সকালে রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

 

 

 

গত বছর ভারতের পেঁয়াজ রফতানি বন্ধের ঘটনাকে বড় শিক্ষা উল্লেখ করে তিনি বলেন, দেশে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধিরও উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি কৃষকরা যাতে যথাযত দাম পায় সে চেষ্টা করবো। তবে এখন ভারতের পেঁয়াজ বাংলাদেশের চেয়ে বেশি দাম উঠেছে।

প্রতিবেশী দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি থাকার কথা স্বীকার করে মন্ত্রী বলেন, ভারতের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। আরএমসিসহ বিভিন্ন খাতে অগ্রগতি হচ্ছে।

Development by: webnewsdesign.com