পরীক্ষার খাতায় ফেসবুকীয় ভাষা লিখছে শিক্ষার্থীরা!

বুধবার, ০৮ জানুয়ারি ২০২০ | ৭:০৪ অপরাহ্ণ

পরীক্ষার খাতায় ফেসবুকীয় ভাষা লিখছে শিক্ষার্থীরা!

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ব্যাপক প্রভাব পড়েছে আমাদের জীবনে। এবার ফেসবুকের এক অভিনব প্রভাব পড়েছে মাল্টার শিক্ষার্থীদের মধ্যে। পরীক্ষার খাতায় শিক্ষার্থীরা ফেসবুকের ভাষা লিখতে শুরু করেছেন। এ কারণে শিক্ষার্থীদের মান নিয়ে শঙ্কায় আছেন শিক্ষাবিদরা।
মাল্টার মাধ্যমিক স্কুলপর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ফেসবুকের প্রভাব অনেকটাই বেশি। পরীক্ষায় খারাপ ফলের জন্য ফেসবুক ও ইন্টারনেটকে দায়ী করেছেন মাল্টার শিক্ষকরা। সেই সঙ্গে তরুণ শিক্ষার্থীরা নম্বর কম পাওয়ায় সেখানে উদ্বেগের তৈরি হয়েছে।

মাল্টার পরীক্ষকরা বলছেন, ফেসবুকের চ্যাটিংয়ে ব্যবহৃত শব্দ পরীক্ষার খাতায় দেদার লিখছেন সে দেশের শিক্ষার্থীরা। ফলে ভুল শব্দ প্রয়োগ ও বানান ভুলের কারণে নম্বর কমছে শিক্ষার্থীদের। বিশেষ করে কথ্য ভাষা নিজের মতো করে বানান করে পরীক্ষার খাতায় লেখা উদ্বেগজনক।
২০১৯ সালে মে মাসের ৩ হাজার ৮৮৫ শিক্ষার্থীর ফল সম্প্রতি মূল্যায়ন করেছেন শিক্ষকরা। যদিও দুই-তৃতীয়াংশ উচ্চ গ্রেড পেয়েছেন কিন্তু তাদের পরীক্ষার খাতায় ফেসবুকের ভাষায় লেখা কিছু ভুল বানান উদ্বেগ বাড়িয়েছে।

পরীক্ষার প্রশ্নের উত্তরে শিক্ষার্থীদের লিখতে বলা হয়েছিল– ‘Mother’s Day Hospital’ কিন্তু সেখানে তারা লিখেছে ‘Mater Dei Hospital’। ফেসবুকে এভাবে বিভিন্ন শব্দের বানান লেখেন মাল্টার তরুণরা।

Development by: webnewsdesign.com