নিজ এলাকার অপরাধের তথ্য দিতে সিসিক’র আহবান

মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২০ | ১:০৮ অপরাহ্ণ

নিজ এলাকার অপরাধের তথ্য দিতে সিসিক’র আহবান

সিলেট সিটি করর্পোরেশন এলাকায় অপরাধের তথ্য দিতে জনসাধারণের প্রতি আহবান জানিয়েছেন কর্পোরেশন কর্মকর্তারা।

আহবানে জানানো হয়, নগর এলাকায় জনস্বার্থে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের আওতাভুক্ত বিভিন্ন প্রকার অপরাধ যেমন- হোটেল রেস্টুরেন্টের অপরিচ্ছন্ন পরিবেশ, ওজনে কারচুপি, নোংরা বাসি খাবার বিক্রি, মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রি, অত্যাধিক মূল্যে পন্য বিক্রি, প্রাকৃতিক পরিবেশ নষ্ট, অপরিকল্পিত বর্জ্য নির্গমন, রেলওয়ে কালবাজারি টিকিট বিক্রি, ভেজাল পন্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, নকল পন্য বিক্রি, বাল্য বিবাহ, মাছ-মাংসের বাজার সংক্রান্ত, বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক ল্যাবের সেবা সংক্রান্ত অভিযোগ, মাদকদ্রব্য সংক্রান্ত, মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন ইত্যাদি যেকোনো অপরাধের তথ্য, উপাত্ত ও ঠিকানাসহ সরাসরি কথা বলুন/ অভিযোগ করুন এবং অপরাধ প্রতিরোধে সহযোগিতা করুন। আপনার অভিযোগ অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহন করা হবে এবং অতিসত্বর অভিযোগের ব্যাপারে অভিযান পরিচালিত হবে।

যোগাযোগ: নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিলেট সিটি কর্পোরেশন, ০১৭১২৮৭০৯৬৮, বেঞ্চ সহকারি, নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত, ০১৭৫৩৮২০৪৩৪. জনস্বার্থে: সিলেট সিটি কর্পোরেশন।
তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা জসিম উদ্দিন।

Development by: webnewsdesign.com