সিলেট সার্কিট হাউস প্রাঙ্গণের ভাস্কর্যটি পড়ে আছে অযত্ন-অবহেলায়

শনিবার, ০৪ জানুয়ারি ২০২০ | ৮:১৩ অপরাহ্ণ

সিলেট সার্কিট হাউস প্রাঙ্গণের ভাস্কর্যটি পড়ে আছে অযত্ন-অবহেলায়

একেতো ৭১’র মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্মৃতি বহন করে এই স্মারকটি, তার উপর যে ভবনের সামনে সেটি স্থাপিত সেখানে থাকতে আসেন রাষ্ট্রের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গ এবং বিদেশি পর্যটকরা। এতো কিছুর পরও ‘উদ্দীপণ’ নামক মুক্তিযোদ্ধাদের স্মৃতি বহনকারী এই ভাস্কর্যটি পড়ে আছে চরম অযত্ন-অবহেলা। যেন এটি দেখার কেউ নেই। যে স্মারকটির স্মৃতি স্মারকটির কথা বলা হচ্ছে- সেটি সিলেট সার্কিট হাউসের সামনে অবস্থিত।


সরেজমিনে স্থানটিতে গিয়ে দেখা যায়, ২০১৭ সালের ১০ জানুয়ারি তৎক্ষালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত অতিথি হয়ে সিলেট সার্কিট হাউসের সামনে একটি ভাস্কর্য উদ্বোধন করেন। মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে সেটির নাম দেয়া হয় ‘মহান মুক্তিমুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক উদ্দীপণ’। ভাস্কর্যটি স্থাপনের পর সার্কিট হউস সহ এই এলাকার সুন্দর্য্য অনেক বেশি বৃদ্ধি পায়। সার্কিট হাইসে থাককে আসা ব্যক্তিদেরও আকর্ষণ করে সেই ভাস্কর্যটি। কিন্তু সময়ের ব্যবধানে এটি আজ পড়ে আছে চরম অযত্ন আর অবহেলায়। এই ভাস্কর্যটির গায়ে লেগে রয়েছে প্রায় এক ইঞ্চি ময়লা আর শ্যাওলা। রঙ করা হয়নি দীর্ঘদিন। রঙ উঠে গিয়ে দেখাচ্ছে বিবর্ণ। নান্দনিক এই ভাস্কর্যটি যেন চিৎকার করে বলছে- আমাকে পরিস্কার করার কি কেউ নেই?

Development by: webnewsdesign.com