আমরা এখন গণতন্ত্রবিহীন-মির্জা ফখরুল

শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯ | ১২:৪৮ অপরাহ্ণ

আমরা এখন গণতন্ত্রবিহীন-মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের স্বাধীনতা যুদ্ধের যে চেতনা- স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন, সেই স্বপ্ন বর্তমান অগণতান্ত্রিক সরকার ভেঙে খান-খান করে দিয়েছে। তারা বাংলাদেশের সমস্ত অর্জন ধ্বংস করে ফেলেছে। আমরা আজকে গণতন্ত্রবিহীন, জনগণের অধিকারবিহীন একটি অবস্থার মধ্যে বিরাজ করছি।’ শনিবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার সহধর্মিণী (খালেদা জিয়া) যিনি পাক হানাদার বাহিনীর হাতে নির্যাতিত হয়েছিলেন, বন্দি হয়েছিলেন- দুর্ভাগ্যের কথা যে, আজকে তিনি কারাগারে আছেন। হাজার হাজার নেতাকর্মী কারাগারে। মিথ্যা মামলা দিয়ে গণতান্ত্রিক দলগুলোকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। বিএনপিকে নির্মূল করার চেষ্টা হচ্ছে।
বিএনপি মহাসচিব বলেন, এই সময়ে বড় প্রয়োজন সমগ্র জাতির ঐক্য। আজকে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। আজকের এই দিনে আমরা শহীদের স্মরণ করে দেশের স্বাধীনতাকে রার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য সংগ্রামের গতি আরও বাড়াবো। জনগণকে সঙ্গে নিয়ে বিজয় অর্জন করবো।’
মির্জা ফখরুল বলেন, ভারতের আসামে জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) নিয়ে আমরা প্রথম থেকেই উদ্বিগ্ন। এটা আমাদের স্বাধীন, সার্বভৌমত্বের জন্য হুমকি। আজকে যে অবস্থা তৈরি হয়েছে, এতে শুধু বাংলাদেশে নয়, সমগ্র উপমহাদেশে একটা অস্থিতিশীলতা সৃষ্টি হবে, সংঘাত সৃষ্টি হবে।’
তিনি বলেন, রাজনীতির যে মূল বিষয়গুলো ছিল- উদার গণতান্ত্রিক রাজনীতি, অসাম্প্রদায়িক রাজনীতি, সে বিষয়গুলো ধ্বংস করে একটা সাম্প্রদায়িক রাজনীতিকে প্রতিষ্ঠা করর জন্য এ ধরনের প্রয়াস চালানো হচ্ছে।

Development by: webnewsdesign.com