সড়ক পরিবহন আইন কারও বিপক্ষে নয়, বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি : সিলেটে ইলিয়াস কাঞ্চন

রবিবার, ০১ ডিসেম্বর ২০১৯ | ১২:০৪ অপরাহ্ণ

সড়ক পরিবহন আইন কারও বিপক্ষে নয়, বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি : সিলেটে ইলিয়াস কাঞ্চন

সিলেট অফিস থেকে নিজস্ব প্রতিনিধি
নিসচার প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, সড়ক পরিবহন আইন কারও বিপে নয়, সাধারণ মানুষের জানমালের সুরার জন্যই এই আইনের বাস্তবায়ন করা জরুরী। রোববার (১ ডিসেম্বর) সকালে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, সরকার সড়কে মৃত্যুর মিছিল বন্ধে বদ্ধপরিকর। তাই এই আইন মেনে চলতে পরিবহন শ্রমিকসহ সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।
এ সময় ফানুস উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন তারা। শোভাযাত্রায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের অংশগ্রহণ করেন। পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Development by: webnewsdesign.com