ফেন্সিডিলসহ নীলফামারী সরকারী কলেজের নৈশ প্রহরী আটক

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০ | ৯:১৫ অপরাহ্ণ

ফেন্সিডিলসহ নীলফামারী সরকারী কলেজের নৈশ প্রহরী আটক

নীলফামারী সরকারী কলেজের নৈশ প্রহরী মোকছেদ আলীকে ৫৬ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে কলেজ স্টেশন পাড়াস্থ তার দোকানে অভিযান চালিয়ে এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়। এরআগে কলেজের পশ্চিম গেট এলাকা থেকে চার বোতল ফেন্সিডিলসহ আটক করা হয় তাকে।  মোকছেদ কলেজ স্টেশন পাড়া এলাকার মৃত. নকু মামুদের ছেলে।

নীলফামারী থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক হারিছুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয় কলেজের পশ্চিম দরজা এলাকায়। এ সময় মোকছেদকে আটক করে তার কাছ থেকে চার বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পরে তার তথ্যের ভিত্তিতে তার দোকান থেকে আরো ৫২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী বলেন, উদ্ধার হওয়া ফেন্সিডিলের মূল্য ৬৭ হাজার টাকা। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে তার বিরুদ্ধে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

মাহমুদ উন নবি জানান, চাকরির আড়ালে মাদক ব্যবসা করে আসছিলেন মোকছেদ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কারা তার সাথে সম্পৃক্ত রয়েছে তাদেরও বের করা হবে।

Development by: webnewsdesign.com