নতুন প্রজন্মকে আধুনিক জ্ঞান বিজ্ঞানে পারদর্শী করে গড়ে তুলতে হবে : গোলাপগঞ্জে পরিকল্পনামন্ত্রী

বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯ | ৭:৪৯ অপরাহ্ণ

নতুন প্রজন্মকে আধুনিক জ্ঞান বিজ্ঞানে পারদর্শী করে গড়ে তুলতে হবে : গোলাপগঞ্জে পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট, কর্ণফুলির নদীর নিচ দিয়ে ট্যানেল, পদ্মা সেতু নির্মাণ করেছি শুধু মাত্র নতুন প্রজন্মের জন্য। আমাদের নতুন প্রজন্মকে আধুনিক জ্ঞান বিজ্ঞানে পারদর্শী করে গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অসম্প্রাদায়িক চেতনায় এগিয়ে যাচ্ছে। কোন ষড়যন্ত্র এ অগ্রযাত্রা বাধাগ্রস্থ করতে পারবে না। তিনি আজ বুধবার দুপুর ১২টায় সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের শতবর্ষ পূর্তি উৎসবের দুই দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শতবর্ষ পূর্তি উৎসবের সভাপতি মাছুম চৌধুরীর সভাপতিত্বে ও উদযাপন কমিটির সদস্য জহির উদ্দিন ও প্রাক্তন শিক্ষার্থী শিরিন আক্তার দিবার যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ও উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব সুনীল চন্দ্র দাস।

বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য শরফ উদ্দিন খসরু, সাবেক অতিরিক্ত সচিব ও সাবেক রাষ্ট্রদূত ইয়াহিয়া চৌধুরী, প্রাক্তন ছাত্র ও বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমান্ডার আলাউদ্দিন চৌধুরী, প্রাক্তন ছাত্র ও কেবিনেট ডিভিশন এর উপসচিব শাফায়াত মাহমুদ চৌধুরী, ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান শত বর্ষ উদযাপন কমিটির সহ সভাপতি জিলাল উদ্দিন, সহসভাপতি ময়নুল হক, ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের গভর্ণিং বডির সদস্য হেলাল উদ্দিন হেলু, প্রাক্তন ছাত্র আব্দুল বাছিত।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, প্রাক্তন ছাত্র ওয়ালীউজ্জামান চৌধুরী, জহির আহমদ চৌধুরী, আমজাদ আহমদ চৌধুরী, মৌলভীবাজার সদর উপজেলার শিক্ষা অফিসার আব্দুস সামাদ মিয়া, ডা: খালেদ মাহমুদ, ডা: রেহান উদ্দিন, গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, অ্যাড. মুজিবুর রহমান, আহমেদুল গনী, সিনিয়র আইনজীবী ও প্রাক্তন ছাত্র আক্তারুজ্জামান, ডা: নির্মল কান্তি দাস, প্রাক্তন ছাত্র মিজানুর রহমান চৌধুরী রিংকু, শহির উদ্দিন, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম, সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরাআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক ওয়ালীউর রহমান।

Development by: webnewsdesign.com