বেনোপোলে শিশুসহ ৭ রোহিঙ্গা আটক

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০ | ৯:৫৭ অপরাহ্ণ

বেনোপোলে শিশুসহ ৭ রোহিঙ্গা আটক

যশোরের বেনাপোলে ৭ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে ৬ জন নারী পুরুষ ও ১ জন শিশু রয়েছে। বুধবার দুপুরে পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাড়ি জমানোর সময় তাদের আটক করা হয়।

খুলনা বিজিবি-২১ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুর-ই-এলাহী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ৭ রোহিঙ্গাকে আটক করা হয়। আটককৃতরা হলেন আব্দুল হালিম (৫৩), কাওছার আলী (২২) , সৈদেুল কাউসার (২১), কোনাইস বিবি (২৭), খুশি বেগম (২১), দিলজান খাতুন (১৬) ও ১৮ মাসের শিশু মোহাম্মদ সালমান।

 

তারা কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ভারতের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলো। আটককৃতদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। অবৈধ পারাপারের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছে বিজিবি।

Development by: webnewsdesign.com