ফেসবুকে অপপ্রচার: হিলির সিএন্ডএফ এ্যাসোসিয়েশন সভাপতির সংবাদ সম্মেলন

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০ | ১১:০৫ অপরাহ্ণ

ফেসবুকে অপপ্রচার: হিলির সিএন্ডএফ এ্যাসোসিয়েশন সভাপতির সংবাদ সম্মেলন

ফেসবুক আইডিতে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন দিনাজপুরের হিলি স্থলবন্দরের কাষ্টমস সিএন্ডএফ এজেন্টস এাসোসিয়েশনের সভাপতি ও সাবেক মেয়র কামাল হোসেন রাজ।

শনিবার বেলা ১১ টায় সিপি রোডস্থ তার নিজস্ব কার্যালয়ে এই সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।

কামাল হোসেন রাজ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাংবাদিকদের বলেন, বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন এর সভাপতির দায়িত্ব সততার সহিত পালন করে আসছিলাম। গত ৩ সেপ্টেম্বর মাছরাঙা টিভিতে বাংলাহিলি সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনকে কেন্দ্রে করে একটি চাঁদাবাজি সংক্রান্ত প্রতিবেদন প্রচার করে। উক্ত প্রতিবেদনে আমার নাম বা পদবী কোথাও তুলে ধরা হয়নি। কিন্তু সেই দিন উক্ত ভিডিওটি লাল সবুজ নামের একটি ফেসবুক আইডিতে পোস্ট করা হয়।

 

সেই পোস্টে লিখা হয়েছে হিলিতে কামাল হোসেন রাজের নেতৃত্বে সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের চাঁদাবাজি। পোস্টটি দেখে ও পড়ে আমি মর্মাহত হয়েছি। টিভি নিউজের সঙ্গে লাল সবুজ আইডি লিখার কোন মিল নাই। আমার ভাবমুর্তিক্ষুন করার জন্য এহেন প্রচার করা হয়েছে। তাই আমি গত ৪ সেপ্টেম্বর সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন এর উপদেষ্টা পরিষদের কাছে সভাপতি পদ থেকে পদত্যাগ পত্র দিয়েছি। উক্ত প্রতিবেদনটি সরকারের কাছে তদন্তের দাবি জানাচ্ছি।

Development by: webnewsdesign.com