পত্নীতলায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে উপজেলা বাসীর মানববন্ধন

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০ | ৯:০২ অপরাহ্ণ

পত্নীতলায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে উপজেলা বাসীর মানববন্ধন

নওগাঁয় প্রস্তাবিত পাবলিক বিশ্ববিদ্যালয়টি পত্নীতলা উপজেলার নজিপুরে প্রতিষ্ঠার দাবীতে বৃহস্পতিবার সকালে নজিপুর বাসট্যান্ড গোল চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফফার, পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, আওয়ামীলীগ নেতা আঃ খালেক চৌধুরী, চিকিৎসক রোকনুজ্জামান, বিডিএস, মোঃ ফিরোজ আলী সহকারী অধ্যাপক, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তোহা চৌধুরী, এমবিবিএস ৩য় বর্ষ, মীর গোলাম সাকলায়েন, শিক্ষার্থী ঢাবি, বিলাস দেবনাথ, শিক্ষার্থী বুয়েট, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বিলাস, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন পারভেজ সহ আরো অনেকে।

 

কর্মসূচিটির সঞ্চালনা করেন রেজা রায়হান (বিশিষ্ট সাংবাদিক) এবং রাইসুল ইসলাম (সাবেক শিক্ষার্থী, ঢাকা কলেজ) বক্তারা নজিপুরকে একটি উদীয়মান অর্থনৈতিক জোন হিসেবে উল্লেখ করে এখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিভিন্ন সূযোগ সুবিধা ও যৌক্তিকতা তুলে ধরেন। এবং মানববন্ধন থেকে এই দাবীতে পরবর্তী কর্মসূচি হিসেবে গণসাক্ষর সংগ্রহ কর্মসূচী ঘোষণা করা হয়।

Development by: webnewsdesign.com