ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সাতক্ষীরার ৫ হাজার পরিবার পানিবন্ধী

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০ | ৮:৪৯ অপরাহ্ণ

ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সাতক্ষীরার ৫ হাজার পরিবার পানিবন্ধী

সাতক্ষীরায় প্রায় পাঁচ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতে শহরের বিভিন্ন এলাকার মানুষ সীমাহীন কষ্টে দিনযাপন করছে।

পানি নিষ্কাশনের পথ বন্ধ করে পৌর এলাকায় মাছের চাষ, অপরিকল্পিতভাবে বাড়ি নির্মাণ ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এমন অবস্থা তৈরি হয়েছে। শহরের বদ্দিপুর, মুন্সিপাড়া, রসুলপুর, মুনজিতপুর, মাছখোলা, পুরাতন সাতক্ষীরা, ব্রম্মরাজপুর, মাগুরা, মধুমল্লারডাঙ্গাসহ আশেপাশের মানুষজন পানিবন্দী হয়ে পড়েছে।

রাস্তার উপর দুই থেকে তিনফুট পানি। এলাকাবাসী নিজ উদ্দ্যোগে ড্রেনেজ ব্যবস্থা চালু করে সামান্য পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছে।

 

তবে জরুরি ভিত্তিতে তারা জেলা প্রশাসক ও পৌর মেয়র তাজকিন আহম্মেদ চিশতির হস্তক্ষেপ কামনা করেছেন।

মুনজিতপুর এলাকার বাসিন্দা আকম আমিনুল হক শান্টু জানান, গত কয়েক দিনের বৃষ্টিতে শহরের একাডেমি মসজিদ থেকে মুন্সিপাড়া, ফকির ময়ারার বাড়ি ও মুনজিতপুরের চৌধুরি বাড়ি হতে খোলার টালি পর্যন্ত পানিতে ডুবে আছে। এসব রাস্তায় দুই থেকে তিন ফুট পর্যন্ত পানি।

এছাড়া এলাকার মানুষের ঘরের ভেতর, রান্না ঘরের ভেতরে পানি। অনেকেই এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন। তিনি জরুরি ভিত্তিতে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Development by: webnewsdesign.com