সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মদ, পাথর এবং বারকী নৌকা আটক- বিজিবি

রবিবার, ৩০ আগস্ট ২০২০ | ২:০৯ অপরাহ্ণ

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মদ, পাথর এবং বারকী নৌকা আটক- বিজিবি

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) নেতৃত্বে ভারতীয় মদ, পাথর এবং বারকী নৌকা আটক।সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ডুলুরা বিওপির টহল দল ২৯ আগস্ট শনিবার ২:৫০ ঘটিকায় সীমান্ত পিলার ১২১২/৬-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলা ১নং শলুকাবাদ ইউনিয়নের ধোপাযান চলতি নদী হতে ৩০ ঘনফুট ভারতীয় পাথর এবং ০৩টি বারকী নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ১,৫৩,৬০০/- টাকা।

অপরদিকে একই উপজেলার মাছিমপুর বিওপির টহল দল ২৮ আগস্ট শুক্রবার ১১ বেলা ঘটিকায় সীমান্ত পিলার ১২০৯/৩-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলা ৩নং ধনপুর ইউনিয়নের গামারীতলা নামক স্থান হতে ৩৫ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৫২,৫০০/- টাকা সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে কর্নেল ) মো: মাকসুদুল আলম জানান।

আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় এবং পাথর ও বারকী নৌকা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন ।

Development by: webnewsdesign.com