বাঙালির মুক্তি সংগ্রামের নেপথ্য অনুপ্রেরণা দাত্রী ছিলেন ফজিলাতুন্নেছা মুজিব: মুকুল এম পি

শনিবার, ০৮ আগস্ট ২০২০ | ১২:১০ অপরাহ্ণ

বাঙালির মুক্তি সংগ্রামের নেপথ্য অনুপ্রেরণা দাত্রী ছিলেন ফজিলাতুন্নেছা মুজিব: মুকুল এম পি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯০তম জন্মবার্ষিকীতে গভীর শোক ও সমবেদনা এবং শ্রদ্ধা জানিয়েছেন ভোলা-২আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এম পি ।উল্লেখ্য ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি জাতির পিতার হত্যাকারীদের হাতে নির্মমভাবে মৃত্যবরন করেন।

 

এ প্রসঙ্গে ভোলা-২আসনের মাননীয় সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন ইতিহাসে বেগম ফজিলাতুন্নেসা মুজিব কেবল একজন প্রাক্তন রাষ্ট্রনায়কের সহধর্মিণীই নন, বাঙালির মুক্তি সংগ্রামে অন্যতম এক নেপথ্য অনুপ্রেরণাদাত্রী।

বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধিকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে তিনি বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন। ছায়ার মত অনুসরণ করেছেন প্রাণপ্রিয় স্বামী বঙ্গবন্ধুর আদর্শকে। এই আদর্শ বাস্তবায়নের জন্য অবদান রেখেছেন। জীবনে অনেক ঝুঁকিপূর্ণ কাজ করেছেন, এজন্য অনেক কষ্ট-দুর্ভোগ পোহাতে হয়েছে তাকে।

Development by: webnewsdesign.com