রামেক হাসপাতালে গরিবের কোন চিকিৎসা নাই: হায়রে বাংলাদেশ!

সোমবার, ০৩ আগস্ট ২০২০ | ৮:৪২ অপরাহ্ণ

রামেক হাসপাতালে গরিবের কোন চিকিৎসা নাই: হায়রে বাংলাদেশ!

শুনেছি গরিবের করোনা হয় না। তবে আজ দেখেছি যদিও বা করোনা হয় তবে চিকিৎসা পাওয়া যায় না। (৩ আগষ্ট) সোমবার সকালে সুফিয়া খাতুন করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে রাজশাহীর কেশর হাট এলাকা থেকে রাজশাহীমেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। ইমারজেন্সিতে আসার পর ডাক্তার বলেছে করোনা টেস্ট না করে কেনো আমাদের কাছে এসেছেন, করোনা টেস্ট এতো সস্তা নয় যে যখন আসবেন তখন টেস্ট করে দিবো। যান বাড়ি ফিরে যান।

 

তবুও সুফিয়া খাতুনের স্বজনরা হাল ছাড়িনি মেডিকেলের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কোন সেবা না পেয়ে অবশেষে করোনা উপসর্র্গ নিয়ে বাড়িতে ফিরে যেতে হলো সুফিয়া বেবগমকে।

বাড়ি যাবার সময় তিনি বলেছেন গরিবের কোন চিকিৎসা নাই হায়রে বাংলাদেশ।

এ বিষয়ে ০১৭১৮১৬৮৯৫৪ থেকে মুঠা ফেনে রামেক উপ-পরিচালকের ০১৭১১৩৬৬২৩৫ নাম্বারে যোগাযোগ করা হলে ফোন রিসিভ না করার কারণে কোন বক্তব্য পাওয়া যায়নি।

Development by: webnewsdesign.com