রাজশাহী বিভাগে করোনায় মৃত্যু ১৭৬: সুস্থ হয়েছেন ৭ হাজার ১৪ জন

রবিবার, ০২ আগস্ট ২০২০ | ৮:৪৫ অপরাহ্ণ

রাজশাহী বিভাগে করোনায় মৃত্যু ১৭৬: সুস্থ হয়েছেন ৭ হাজার ১৪ জন

ঈদের দিন শনিবার (০১ আগস্ট) রাজশাহী বিভাগে তিন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন বগুড়া এবং একজন জয়পুরহাটে মারা যান। রোববার (০২ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিভাগে এখন মোট মৃতের সংখ্যা ১৭৬ জন। এর মধ্যে সর্বোচ্চ ১০৬ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ২৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ছয়জন, নওগাঁয় ১৪ জন, নাটোরে একজন, জয়পুরহাটে চারজন, সিরাজগঞ্জে ১১ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।

 

ঈদের দিন নতুন ১৯১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে রাজশাহীতে ৪৪, চাঁপাইনবাবগঞ্জে ৩৬, নওগাঁয় ২১, জয়পুরহাটে ৪৬, বগুড়ায় ১৯, সিরাজগঞ্জে ১৬ এবং পাবনায় নয়জন শনাক্ত হয়েছেন।

এ দিন সুস্থ হয়েছেন ৬১ জন। এর মধ্যে বগুড়ার ৪১, রাজশাহীর ৭ এবং চাঁপাইনবাবগঞ্জের ১৩ জন করোনামুক্ত হয়েছেন।

এ পর্যন্ত বিভাগে ১৩ হাজার ১৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ হাজার ১৪ জন। এখন হাসপাতালে আছেন ১ হাজার ২৩০ জন করোনা রোগী।

Development by: webnewsdesign.com