করোনা উপসর্গে মরা গেলেন রাজশাহী মহিলা কলেজের শিক্ষক

রবিবার, ০২ আগস্ট ২০২০ | ৮:২৯ অপরাহ্ণ

করোনা উপসর্গে মরা গেলেন রাজশাহী মহিলা কলেজের শিক্ষক

রাজশাহীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে একজন কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত শিক্ষকের নাম কাবীর আহমাদ (৫০)। সহযোগী অধ্যাপক কাবীর আহমাদ রাজশাহী সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। গত ২৮ জুলাই থেকে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন।

 

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, জ্বর ও শ্বাসকস্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর নমুনা সংগ্রহ করা হয়। তবে পরীক্ষার আগেই কাবীর আহমাদ মারা গেছেন।

তিনি বলেন, কাবীর আহমাদ রাজশাহী নগরীর মহিষবাথান এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। তার গ্রামের বাড়ি নওগাঁর পোরশায়। ১৮তম বিসিএস ব্যাচের শিক্ষক হিসেবে যোগ দেয়া কাবীর বর্তমানে রাজশাহী মহিলা কলেজে কর্মরত ছিলেন। এর আগে তিনি রাজশাহী সরকারি সিটি কলেজের শিক্ষক ছিলেন।

Development by: webnewsdesign.com