সিলেট নগরীতে যখন যেখানে ঈদের জামাত

শুক্রবার, ৩১ জুলাই ২০২০ | ১০:০৫ অপরাহ্ণ

সিলেট নগরীতে যখন যেখানে ঈদের জামাত

সিলেটসহ সারাদেশে আগামীকাল শনিবার পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন করা হবে। মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসবকে ঘিরে এখন শুধু রাত পোহানোর অপেক্ষা।

একইসাথে সিলেটের বিভিন্ন এলাকার লোকদের মধ্যে আছে ঈদের জামাত কখন কোন মসজিদে হবে, সেটা জানার আগ্রহও।

জানা গেছে, সিলেটে হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে ঈদের জামাত হবে সকাল ৮টায়। হযরত শাহপরান (রহ.) মাজার মসজিদে সকাল ৮টায়, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায়, গাজী বুরহান উদ্দিন (রহ.) মাজার মসজিদে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

 

নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল ৭টা, সকাল সাড়ে ৮টা ও সকাল সাড়ে ৯টায় তিনটি পৃথক জামাত অনুষ্ঠিত হবে।

কোর্ট পয়েন্টে কালেক্টরেট মসজিদে ঈদের জামাত হবে চারটি। সকাল ৭টা, ৮টা, ৯টা ও ১০টায় হবে জামাতগুলো।

কাজীরবাজার মাদরাসা মসজিদে ঈদ জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশ সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ফরিদ উদ্দিনের কাছ থেকে এসব তথ্য জানা গেছে।

তিনি বলেন, ‘পুরো সিলেট জেলায় ৭ হাজার ১৩৩টি মসজিদ আছে। এর মধ্যে পাঞ্জেগানা মসজিদ ৮০০টির মতো। এগুলোতে ঈদ জামাত হয় না।’

ফরিদ উদ্দিন বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে গত ঈদ-উল-ফিতরের মতো এবারের ঈদেও সিলেটের কোনো ঈদগাহেই ঈদ জামাত হবে না।’

Development by: webnewsdesign.com