হিলিতে দূরারোগ্য রোগে আক্রান্ত ১১ জনের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতারন

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০ | ৬:৩৪ অপরাহ্ণ

হিলিতে দূরারোগ্য রোগে আক্রান্ত ১১ জনের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতারন

দিনাজপুরের হাকিমপুর, হিলিতে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া দূরারোগ্য রোগে আক্রান্ত ১১ জনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আজ বৃহঃপতিবার(৩০ জুলাই) বিকেলে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা হল রুমে এসব চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারন। তিনি বলেন, হাকিমপুর উপজেলায় বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত ১১ জনের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান প্রতিজনের জন্য ৫০০০০ টাকা করে মোট ৫ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতারন করেন।

 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে চেক বিতারন সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বোরহান উদ্দিন প্রমূখ।

Development by: webnewsdesign.com