কাজিপুরে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধনে সাবেক সাংসদ তানভীর শাকিল জয়

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০ | ৬:৪৯ অপরাহ্ণ

কাজিপুরে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধনে সাবেক সাংসদ তানভীর শাকিল জয়

‘মুজিব বর্ষের আহব্বান, ৩টি করে গাছ লাগান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বর্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের ৩ মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী ২০২০ এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহব্বানে সাড়া দিয়ে কাজিপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে এ বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করা হয়।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকালে কাজিপুর সরকারী মনসুর আলী কলেজ ক্যাম্পাসে নির্মানাধীন ৪তলা ভবনের সামনে বৃক্ষরোপনের মাধ্যমে উক্ত কর্মসূচী উদ্বোধন করেন সাবেক সাংসদ সিরাজগঞ্জ-১ প্রকৌশলী তানভীর শাকিল জয়। উক্ত কর্মসূচীতে অংশ নেন অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: রেজাউল করিম, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, কাজিপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান টি. এম. আতিকুর রহমান (নান্নু), উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারন সম্পাদক আবু সায়েম তালুকদার প্রমুখ। উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উদযাপনের অংশ হিসাবে সারাদেশে ১ কোটি চারাগাছ বিতরণ, রোপন ও বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন।

জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর সুযোগ্য সন্তান সদ্য প্রয়াত মোহাম্মাদ নাসিম সর্ম্পকে স্মৃতিচারন করতে গিয়ে মনসুর আলী কলেজের (ভারপ্রাপ্ত) মো: রেজাউল করিম আবেগে আপ্লুত হয়ে বলেন, মোহাম্মাদ নাসিম ছিলেন কাজিপুরের শিক্ষার উন্নয়নের স্বপ্নদ্রষ্টা। কাজিপুরে প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠায়, এমপিওভুক্ত করনে ও জাতীয়করনে অশেষ অবদান রেখেছিলেন। এ কলেজের প্রতিটি কাজের সাথে মোহাম্মাদ নাসিমের স্মৃতি জরিয়ে আছে। এ কলেজের প্রতিটি উন্নয়নের ক্ষেত্রে তার অবদান অপরিসীম। পরে মহান এ নেতার আত্মার মাগফেরত কামনা করে মোনাযাতের মাধ্যমে উক্ত কর্মসূচীটির সমাপ্তি ঘটে।

Development by: webnewsdesign.com