২১ ‍দিন পর ‍মাধবপুর বাজারের লকডাউন উঠে গেল

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০ | ৬:৫৫ অপরাহ্ণ

২১ ‍দিন পর ‍মাধবপুর বাজারের লকডাউন উঠে গেল

হবিগঞ্জের মাধবপুর বাজারের লকডাউন উঠে গেল মাধবপুর পৌরসভার বাজারসহ ৬ ওয়ার্ডে চলা ২১ দিনের লকডাউনের মেয়াদ বুধবার (৮-জুলাই) রাতেই শেষ হয়েছে। ফলে খুলে দেয়া হয়েছে মাধবপুর সদরে বাজার।

তবে নতুন করে করোনা সংক্রমণ রোধে আরো ১০ থেকে ১৫ দিন এ এলাকায় কড়াকড়ি থাকবে। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি আয়েশা আক্তার বলেন, মাধবপুর বাজারে লকডাউন রাত ১২টার পরেই উঠে গেছে।

 

তবে আমরা সাবধানতার জন্য আরো ১০ থেকে ১৫ দিন কড়াকড়িভাবে এলাকা পর্যবেক্ষণ করব। এলাকার বাসিন্দা ছাড়া অন্য কাউকে অপ্রয়োজনে প্রবেশ করতে দেয়া হবে না।তিনি আরো জানান, মাধবপুর পৌর বাজারে সাধারণ মানুষের।

প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে পর্যবেক্ষণ করা হবে। মাক্স ছাড়া বাসা থেকে বের হতে পারবে না,প্রয়োজন ছাড়া রাস্তায় ঘোরাফেরাও নিয়ন্ত্রণ করা হবে। আর কোনো বাড়িতে করোনা রোগী থাকলে সেই বাড়িটি আরো কিছুদিন লকডাউন থাকবে।

 

উল্লেখ্য গত (১৮জুন) মধ্য রাতে মাধবপুর বাজারে পরীক্ষা মূলক ভাবে লকডাউন করা হয়। পরে ২জুলাই থেকে আরো সাতদিন লকডাউনের মেয়াদ বাড়ানো হয়।

Development by: webnewsdesign.com