সুনামগঞ্জের বিশ্বম্ভপুরে ঘুর্নিঝড়ে অর্ধশতাধিক বাড়িঘর বিধস্ত

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০ | ৬:৩৫ অপরাহ্ণ

সুনামগঞ্জের বিশ্বম্ভপুরে ঘুর্নিঝড়ে অর্ধশতাধিক বাড়িঘর বিধস্ত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়ন ও ধনপুর ইউনিয়নের চেংবিল গ্রাম ও কাপনা গ্রাম ও গুলগাও গ্রামে আকস্মিক ঘুর্নিঝড়ের আঘাতে প্রায় ৫০টি কাঁচাঘরবাড়ি বিধ্বস্থ হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে এসব এলাকার উপর দিয়ে প্রচন্ড ঝড়োবাতাস সহ ঘুর্নিঝড় বয়ে যাওয়ায় এস বাড়িঘর ভেঙে ব্যাপকভাবে ক্ষতি হয়েছে ওই এলাকার সাধারণ মানুষের । স্থানীয়রা জানান, দুপুরে খরচার হাওরের তীরবর্তী এলাকায় এ ঝড় সৃষ্টি হয়ে প্রবল বেগে গ্রামগুলোর উপর দিয়ে বয়ে যায়।

 

সলুকাবাদ ইউনিয়নের ৯ নং ওয়র্ডের ইউপি সদস্য মোঃ ছদ্দিক মিয়া বলেন, ঝড়ে তার ওয়ার্ডেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কিছু কাচাঘর বাড়ি বিধ্বস্থ হয়েছে। বিশ্বম্ভরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন, টর্নেডোতে দুটি গ্রামের ৫০টি কাঁচাঘর বাড়ি আংশিক বিধ্বস্থ হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস বলেন, ক্ষতিগ্রস্থদের তালিকা করে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে সরকারি সহায়তা প্রদান করা হবে।

Development by: webnewsdesign.com