বিরামপুরে পাখির খাঁচা তৈরীর সময় বিদ্যুৎ স্পৃষ্টে ১ যুবকের মৃত্যু

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০ | ৬:৪২ অপরাহ্ণ

বিরামপুরে পাখির খাঁচা তৈরীর সময় বিদ্যুৎ স্পৃষ্টে ১ যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

দিনাজপুরের বিরামপুরে পাখির খাঁচা তৈরীর সময় বিদ্যুৎ স্পৃষ্টে শাকিল আহম্মেদ (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ ‍জুলাই) দুপুরে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের হরেকৃষ্টপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্হানীয়রা জানান, নিহত শাকিল আহম্মেদ রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ধাপের হাট ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের ওবায়দুর রহমানের ছেলে।

বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজ হোসেন বলেন, মুকুন্দপুর ইউনিয়নের হরেকৃষ্টপুর গ্রামে আলমগীর হোসেন নামের এক ব্যক্তি পাখি পোষার খাঁচা তৈরীর কারখানা পরিচালিত করে আসছিল। ওই কারখানায় আলমগীরসহ তিন যুবক খাঁচা তৈরী করত।

 

বৃহস্পতিবার দুপুরে খাঁচা তৈরীর সময় হঠাৎ শাকিল বিদুৎ স্পৃষ্ট হয়। এ সময় কারখানার সহপাঠিরা তাকে উদ্ধার করে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মুঠোফোনেে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Development by: webnewsdesign.com