পিসি রাজিব ও আনসাদের হাতে রক্ষা পেল সিলেট উসমানী বিমানবন্দর

বুধবার, ০১ জুলাই ২০২০ | ৪:২৭ অপরাহ্ণ

পিসি রাজিব ও আনসাদের হাতে রক্ষা পেল সিলেট উসমানী বিমানবন্দর

সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বড় ধরনের দূর ঘঠনা থেকে রক্ষা করলেন আনসার পিসি রাজিব মিয়া ও আনসার ফারুক ইসলাম ও শামিম মিয়া। গত ৩০শে জুন রোজ মঙ্গলবার রাত ৯.৩০ মিনিটের সময় ফায়ার ষ্টেশন শেকশনে আগুন লেগার ঘটনা ঘটে।

 

ডিউটিরত অবস্থায় ছিলেন আনসার মোঃ ফারুক ইসলাম, হঠাৎ আগুনের পুড়া গন্ধ পেয়ে পেছনের দিকে গিয়ে দেখেন বিদ্যুৎ লাইনে আগুন লেগেছে, তিনি তাৎক্ষণিক ভাবে পিসিকে ফোন করে বলেন, পিসি সেখানে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হোন।

পিসি রাজিব মিয়া বিষয়টি এয়ারপোর্টে কর্মকর্তা জনাব মোঃ হাফিজ আহমেদকে জানান।
ঘটনাটি জেনে হাফিজ আহমেদ খুশি হয়ে ০১লা জুলাই দুপুর ০১ ঘটিকার সময় পিসিসহ দুই আনসার সদস্যকে একশ টাকা মূল্যলের ১০টি প্রাইজবন্ড উপহার প্রধান করেন।

পিসি রাজিবের সাথে আলাপ কালে জানা যায় আল্লাহ রহমতে সঠিক সময় উপস্তিত হতে পেরেছি বলে বড় ধরনের দূর ঘঠনা থেকে রক্ষা করতে পেরেছি সিভিল অ্যাভিয়েশন কোটি কোটি টাকা মূল্যের গাড়ি ও অনান্য মূল্যবান জিনিসপত্র।

Development by: webnewsdesign.com