সিলেটে করোনা উপসর্গে মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের মৃত্যু

রবিবার, ২৮ জুন ২০২০ | ১:১০ অপরাহ্ণ

সিলেটে করোনা উপসর্গে মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের মৃত্যু

সিলেটে করোনাভাইরাসের উপসর্গে মারা গেছেন মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. গোপাল শঙ্কর দে। শনিবার (২৭ জুন) রাত ৮টার দিকে নগরীর বেসরকারি মাউন্ট এডোরা হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনার উপসর্গ নিয়ে অধ্যাপক ডা. গোপাল শঙ্করের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. গোপাল শঙ্কর দে করোনার উপসর্গ নিয়ে গত ২১ জুন মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হন। প্রথমদফায় তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর দ্বিতীয় দফার আবার পরীক্ষা করানো হয়।

 

তবে দ্বিতীয় পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি। মাউন্ট এডোরা হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ২১ তারিখ হাসপাতালে ভর্তি হওয়ার আগে অধ্যাপক গোপরাল শঙ্কর করোনা পরীক্ষা করান। তাতে রিপোর্ট নেগেটিভ আসে। এরপর তার উপসর্গ দেখে আমরা হাসপাতাল থেকে আবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দেই। তবে এই পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি।

Development by: webnewsdesign.com