সিলেটের বিশ্বনাথে বেড়েই চলেছে করোনাক্রান্তের সংখ্যা, নতুন পজেটিভ ৭ জন 

রবিবার, ২৮ জুন ২০২০ | ১২:২৬ অপরাহ্ণ

সিলেটের বিশ্বনাথে বেড়েই চলেছে করোনাক্রান্তের সংখ্যা, নতুন পজেটিভ ৭ জন 
করোনা যেনো নিজের ছোঁবল থেকে সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাড়তেই চাইছে না। যার ফলে উপজেলায় বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। ব্যাংকার ও প্রাণীসম্পদ কার্যালয়ের কর্মকর্তাসহ গত দুই দিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরো ৭জন। করোনা এছাড়া দ্বিতীয় বারের মতো হয়েছেন আরো দুই জন। করোনা আক্রান্তের হার লাফিয়ে লাফিয়ে বেড়ে চলায় (২৭ জুন) পর্যন্ত উপজেলার মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ জনে। আর আক্রান্তের মধ্যে করোনা জয় করে সু্স্থ জীবনে ফিরেছেন মোট ৪৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ৩ জন।
শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে বিশ্বনাথে করোনা পজেটিভ হয়েছেন বিশ্বনাথ সোনালী ব্যাংকের কর্মকর্তা সাইদুর রহমান (৩৫), পুর্বালী ব্যাংকের কর্মকর্তা নিজাম উদ্দিন (৪১), উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের কর্মকর্তা রাজ মোাহন দেব (৩৫), উপজেলার দৌলতপুর ইউনিয়নের চড়চন্ডি গ্রামের আক্তার হোসেন (২৮), রামকৃষ্ণপুর গ্রামের শহিদ মিয়া (২৪), অলংকারী ইউনিয়নের রামপুর গ্রামের নজিরুন বেগম (৬০) ও শুক্রবার করোনা পজেটিভ হয়েছেন খাজাঞ্চী ইউনিয়নের জয়নগর গ্রামের হোসনেআরা বেগম (৪৫)।
এদিকে শনিবার দ্বিতীয় বারের মতো করোনা আক্রান্ত হয়েছেন বিশ্বনাথ থানার এসআই নূর হোসেনের স্ত্রী রুমী বেগম (৩১) ও পুত্র সাকিব আহমদ (১০)। অন্যদিকে ১৯ জুন করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে ২৩ জুন মঙ্গলবার মৃত্যুবরণ করেন নজিরুন বেগম। আর বাকী সবাই করোনা পরীক্ষার জন্য ২২ জুন নিজেদের নমুনা দিয়ে ছিলেন। বিশ্বনাথে গত দুই দিনে (২৬-২৭ জুন) নতুন করে আরো ৭ জন করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা।

Development by: webnewsdesign.com