পটুয়াখালীর বাউফলে ১৩৩ বস্তা সরকারি চাল জব্দ, আটক-৩

শনিবার, ২৭ জুন ২০২০ | ৫:৫০ অপরাহ্ণ

পটুয়াখালীর বাউফলে ১৩৩ বস্তা সরকারি চাল জব্দ, আটক-৩
পটুয়াখালীর বাউফলের আদাবড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজারে অভিযান চালিয়ে একটি চালের দোকান থেকে ১৩৩ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ।  শুক্রবার( ২৬ জুন) বিকেল থেকে রাত আটটা পর্যন্ত  অভিযান চালিয়ে ওই চাল জব্দ করা হয়। এ সময় আটক করা হয় দোকান মালিক ও চাল ব্যবসায়ি নুরুল হক (৪২) নামের এক ব্যক্তিকে। পরে ওই ঘটনার সাথে জড়িত থাকার অভিযাগে বগা ইউনিয়নের আজিজ ও ইদ্রিস নামের আরও দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
সুত্র জানায়, শুক্রবার বিকেলে চাল ব্যবসায়ি নুরুল হক তার ঘরে কয়েকজন শ্রমিক দিয়ে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত বস্তার চাল ঠেলে ওই চাল নুরজাহান নামের সিলযুক্ত বস্তায় বস্তাজাত করছিলেন। বাউফল  থানা পুলিশ এমন গোপন খবর পেয়ে নুরুল হকের দোকানে অভিযান চালায়। এ সময় জব্দ করা হয় খাদ্য অধিদপ্তরের সীলযুক্ত ১৩৩ বস্তা (৩ হাজার ৫০০ কজি) চাল। এসময় আটক করা হয় চাল বব্যবসায়ি নূরুল হককে। একটি সুত্র জানায়, চালগুলো সরকারের কাজের বিনিময়ে খাদ্য প্রকল্পের (কাবিখা)।
আটককৃত চাল ব্যবসায়ি নুরুল হক জানান, ওই চাল তিনি উপজেলার বগা ইউনিয়নের মো. ইদ্রিস মিয়ার মাধ্যমে আব্দুল আজিজ নামের এক ব্যক্তির থেকে কিনেছেন।  বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, নূরুল হকের স্বীকারোক্তি অনুযায়ি আব্দুল আজিজ ও মো. ইদ্রিস নামের আরো দুজনকে পটক করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

Development by: webnewsdesign.com