চারঘাট জোনাল অফিস করোনায় দুর্ভোগ কমাতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০ | ৭:৫২ অপরাহ্ণ

চারঘাট জোনাল অফিস করোনায় দুর্ভোগ কমাতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ

রাজশাহীর চারঘাট উপজেলায় অবস্থিত নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ চারঘাট জোনাল অফিস কর্তীক করোনায় দুর্ভোগ কমাতে ও সামাজিক দূরত্ব নিশ্চিত সহ নানান স্বাথ্য বিধি মেনে সকল কার্যক্রম চলমান রাখতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে প্রধান নির্বাহী কর্মকর্তা মুক্তার হোসেন,

বিশ্বব্যাপী মহামারী আকার ধারণকারী করোনায় আতঙ্কিত পুরো বিশ্ব। যার কোন ধরনের প্রতিষেধক এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি। তবে মরণঘাতী এই ভাইরাস প্রতিরোধের এখন পর্যন্ত একমাত্র উপায় হচ্ছে সচেতনতা, তাই সেই চিন্তা মাথায় রেখে উপজেলার বিভিন্ন পয়েন্টে নিজ উদ্যগে বিদ্যুৎ বিল গ্রহণের জন্য অস্থায়ী বুথ স্থাপন করেছেন মুক্তার হোসেন,

জনাব মুক্তার আরো বলেন, যেহেতু কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ জুনের মধ্যে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে, সেই কথা চিন্তা করেই গ্রাহক সেবা নিশ্চিত করতে ও জনদুর্ভোগ কমাতে বিভিন্ন পয়েন্টে আমার নিজ উদ্যগে অস্থায়ী বুথ স্থাপন করেছি, যেটি চারঘাট জোনাল অফিসের এক যুগান্তকারী পদক্ষেপ,

এছাড়াও ৩০ জুনের মধ্যে বিলম্ব মাশুল ব্যতীত বিদ্যুৎ বিল পরিশোধ করতে গ্রাহকদের আহবান জানান মুক্তার,

অফিস সুত্রে জানাগেছে, নন্দনগাছি, ইউসুফপুর, ডাকরা, বরবড়িয়া, রুস্তমপুর ও মালেকার মোড় অস্থায়ী বুথ গুলোতে আগামী ৩০শে জুন পর্যন্ত সাপ্তাহিক ছুটি ছাড়া প্রায় প্রত্যেক দিন সকাল ৯.৩০ থেকে বিকাল ০৪টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে সেবা প্রদান করা হয়,

অপর দিকে অস্থায়ী বুথ বরবড়িয়ায়, বিদ্যুৎ বিল প্রদান করতে আসা এক গ্রহক মোঃমজনু আলী (৪৫) সাথে কথা বললে তিনি এই সেবাটি আমাদের দৌরগোড়ায় পৌঁছে দেওয়ায় আন্তরিকভাবে ধন্যবাদ জানান চারঘাট জোনাল অফিসের সংশ্লিষ্ট প্রধান নিবার্হী সহ সকলকে,

Development by: webnewsdesign.com