শরীয়তপুরে স্বাস্থ্যবিধি ও মাস্ক পরিধান না করায় ১৬ জনের অর্থদণ্ড

মঙ্গলবার, ২৩ জুন ২০২০ | ১১:১৯ পূর্বাহ্ণ

শরীয়তপুরে স্বাস্থ্যবিধি ও মাস্ক পরিধান না করায় ১৬ জনের অর্থদণ্ড

সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করা, মাস্ক পরিধান না করে বাইরে ঘোরাফেরা করাসহ সরকারি আদেশ অমান্য করায় শরীয়তপুরে ১৬ জনকে ৫ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কোভিড-১৯ প্রতিরোধে পালং বাজার, প্রধান সড়ক ও চৌরঙ্গীসহ পৌরসভার বিভিন্ন স্থানে বিকাল ৫টা হতে সন্ধ‍্যা সাড়ে ৭টা পর্যন্তএ অভিযান পরিচালনা করা হয়।

সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহবুবুর রহমান শেখ এ অভিযান পরিচালনা করেন এবং সহায়তা করে পালং মডেল থানা পুলিশ।

এ সময় মাস্কবিহীন থাকায় নিম্ন আয়ের ২৪ জনকে বিনামূল্যে মাস্ক সরবরাহ করা হয়। দোকান, শপিংমল বিকাল ৪টার মধ‍্যে বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয়। এ সময় পারস্পরিক দূরত্ব অন‍্যূন ৩ ফুট বজায় রাখতে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে মাস্ক পরিধানের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়।

Development by: webnewsdesign.com