ঘোড়াঘাটে আম কুড়াতে গিয়ে পরিত্যক্ত কূপে পড়ে শ্রমিকের মৃত্যু

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০ | ৫:৫৬ অপরাহ্ণ

ঘোড়াঘাটে আম কুড়াতে গিয়ে পরিত্যক্ত কূপে পড়ে শ্রমিকের মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে আম কুড়াতে গিয়ে পরিত্যক্ত কূপে পড়ে মতিয়ার রহমান মতি (৩৫) নামে এক হোটেল শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মতিয়ার রহমান মতি উপজেলার সিংড়া ইউনিয়নের মগলিশপুর গ্রামের সামসুল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১০ টায় উপজেলার রাণীগঞ্জ বাজার রহমানিয়া হোটেলের পার্শ্বে একটি পরিত্যক্ত কূপে।

হোটেলের মালিক রাশেদুজ্জামান খন্দকার (মঞ্জু) জানান, হোটেল শ্রমিক মতিয়ার রহমান মতি রাতে বৃষ্টির মধ্য অন্ধকারে হোটেলের পার্শ্বে গাছ তলায় আম কুড়াতে যায়। আম গাছ তলায় একটি হোটেলের ময়লা পানি জমানো পরিত্যক্ত কূপ ছিলো।

ওই কূপের ঢাকনা ভেঙ্গে সে ভিতরে পড়ে যায়। এসময় সে আর্তচিৎকার করলে হোটেলের অন্যান্য শ্রমিকরা পরিত্যক্ত কূপ থেকে মতিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিসক তাকে মৃত্যু   ঘোোষণা করে।

ঘোড়াঘাট থানা অফিসার ইনর্চাজ ওসি আমিরুল ইসলাম জানান, আম কুড়াতে গিয়ে কুপের ঢাকনা ভেঙ্গে হোটেল শ্রমিক মতিয়ার রহমান মারা গেছে। তার মৃত্যুর বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ না থাকায় লাশটি আজ সকালে জানাজা শেষে দাফন সম্পন হয়েছে।

Development by: webnewsdesign.com