লালমনিরহাটের হাতীবান্ধায় ফেন্সিডিলসহ বিজিবির হাতে গ্রাম পুলিশ আটক

শনিবার, ১৩ জুন ২০২০ | ৭:০৫ অপরাহ্ণ

লালমনিরহাটের হাতীবান্ধায় ফেন্সিডিলসহ বিজিবির হাতে গ্রাম পুলিশ আটক

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদের ফারুক হোসেন নামে এক গ্রাম পুলিশকে ৯৭ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে বিজিবি। আটক গ্রাম পুলিশ ফারুক হোসেন ওই এলাকার সোলেমান আলীর পুত্র।

শনিবার (১৩ জুন) সকালে আটক গ্রাম পুলিশ ফারুককে জেল হাজতে প্রেরণ করে থানা পুলিশ। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় তাকে উপজেলার বনচৌকি এলাকা থেকে গ্রেফতার করেন বিজিবি।

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নাজির হোসেন দৈনিক বাংলাদেশ মিডিয়াকে বলেন, বিজিবি মামলায় উল্লেখ করেন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গ্রাম পুলিশ ফারুক হোসেনের কাছ থেকে ৯৭ বোতল ভারতীয় ফেন্সিডিল পাওয়া যায়। এ ঘটনায় বনচৌকি বিজিবি ক্যাম্পের হাবিলদার রফিকুল ইসলাম বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতার হওয়া গ্রাম পুলিশ ফারুক হোসেনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Development by: webnewsdesign.com