চাঁদপুরে একদিনে রেকর্ড ৭৩ জন করোনায় আক্রান্ত

শুক্রবার, ১২ জুন ২০২০ | ৭:৫৫ অপরাহ্ণ

চাঁদপুরে একদিনে রেকর্ড ৭৩ জন করোনায় আক্রান্ত

চাঁদপুরে আরও ৭৩ জনের করোনা পজেটিভ এসেছে। জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, শুক্রবার মোট রিপোর্ট এসেছে ২৭৪টি, যার মধ্যে ৭৩টি পজেটিভ। করোনা সংক্রমণের একদিনে এটা সর্বোচ্চ। নতুন আক্রান্তদের মধ্যে ২জন সদরে ও ২ জন হাজীগঞ্জের মৃতরা রয়েছে।

নতুন আক্রান্তরা হলেন, চাঁদপুর সদরে ২০ জন, ফরিদগঞ্জে ৫ জন, হাজীগঞ্জে ১৭ জন, মতলব উত্তরে ৩ জন, মতলব দক্ষিণে ৭ জন,  শাহারাস্তিতে ১১ জন, কচুয়ায় ৫ জন ও হাইমচরে ৫ জন।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৬৬ এবং মৃতের সংখ্যা বেড়ে ২৯ হয়েছে।

চাঁদপুর জেলায় আক্রান্ত ৩৬৬ জনের পরিসংখ্যান 

চাঁদপুর সদরে ১৫৭ জন, ফরিদগঞ্জে ৪৯ জন, হাজীগঞ্জে ৪২ জন, মতলব উত্তরে ১৬ জন, মতলব দক্ষিণে ৩০ জন, শাহরাস্তিতে ৩৪ জন, কচুয়ায় ২৩ জন ও হাইমচরে ১৫ জন।

জেলায় মৃত ২৯ জনের পরিসংখ্যান

চাঁদপুর সদরে ১০ জন, ফরিদগঞ্জে ৪ জন, হাজীগঞ্জে ৫ জন, মতলব উত্তরে ২ জন, মতলব দক্ষিণে এক জন, শাহরাস্তিতে ৩ জন ও কচুয়ায় ৪ জন।

Development by: webnewsdesign.com