গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে মুক্তিযোদ্ধা নিহত

শুক্রবার, ১২ জুন ২০২০ | ৭:১৪ অপরাহ্ণ

গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে মুক্তিযোদ্ধা নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে সাহেব আলী খন্দকার (৭৫) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ সময় উভয় পক্ষের ৫০ জন আহত ও বেশ কয়েকটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটছে।

আজ শুক্রবার সকালে উপজেলার পশারগাতী ইউনিয়নের কাওয়ালদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সাহেব আলী খন্দকারের সাথে একই গ্রামের তৈয়ব আলী মুন্সীর সাথে পাওনা টাকা নিয়ে বিরোধ চলে আসছিলো। তারই জের ধরে সকাল ৭টার দিকে উভয় পক্ষে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের লোকজন ইট-পাটকেল নিক্ষেপ করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ফলে মুক্তিযোদ্ধা সাহেব আলিসহ উভয় পক্ষের ৫০ জন ইটের আঘাতে আহত হন।

আহতদেরকে মুকসুদপুর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাহেব আলি খন্দকারকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (মুকসুদপুর-কাশিয়ানী সার্কেল) আনোয়ার হোসেন ভূঁইয়া সংঘর্ষের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি জানান, মুক্তিযোদ্ধা সাহেব আলি খন্দকারের শরীরে কোন আঘাতের চিহ্ন নাই বলে তাকে চিকিৎসকেরা জানিয়েছেন। লাশের ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা।

Development by: webnewsdesign.com