হিলি স্থলবন্দরে একদিনে সর্বোচ্চ আড়াই কোটি টাকা রাজস্ব আদায়।

মঙ্গলবার, ০৯ জুন ২০২০ | ৮:৫৭ অপরাহ্ণ

হিলি স্থলবন্দরে একদিনে সর্বোচ্চ আড়াই কোটি টাকা রাজস্ব আদায়।

করোনা পরিস্থিতির কারণে দুই মাস পনের দিন বন্ধ থাকার পর গতকাল থেকে হিলি স্থলবন্দরে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

জানাগেছে, সোমবার (৮ জুন) একদিনে সর্বোচ্চ আড়াই কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে এ স্থলবন্দরে। দীর্ঘদিন বন্ধ থাকার পর সরকারি নির্দেশনা ও সকল স্বাস্থ্যবিধি মেনে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে বন্দরের শ্রমিক-কর্মচারী ও সিঅ্যান্ডএফ এজেন্টদের মাঝে।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, গতকাল (৮জুন) সোমবার এ স্থল বন্দরে ২ কোটি ৫২ লাখ ৫৫ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে।

যা এ বছরে একদিনের সর্বোচ্চ রাজস্ব আদায় বলে জানান তিনি। এদিন ভারত থেকে পেঁয়াজ, বাদাম, জিরা ও বীজসহ বিভিন্ন পণ্যবাহী ৪০টি পণ্যবাহী ট্রাক আমদানি করা হয়েছে । অন্যদিকে ভারতে রফতানি হয়েছে ছয় ট্রাক রাইস ব্রান্ড অয়েল।

এদিকে স্থলবন্দরের শ্রমিকরা জানান, করোনা ভাইরাসের কারণে দীর্ঘ আড়াই মাস বন্ধ ছিলো আমদানি-রপ্তানি। তবে সোমবার থেকে আবারো শুরু হয়েছে আমদানি-রপ্তানি। এখন আমাদের প্রতিদিন কাজ কর্ম হচ্ছে। এতে যে টাকা পাচ্ছি তা দিয়ে সংসার ভালো চলছে।

Development by: webnewsdesign.com