অসহায় ব্যাক্তির ফোন পেয়ে তাৎক্ষনিক ব্যাবস্তা এম,পি মুকুলের।

মঙ্গলবার, ০৯ জুন ২০২০ | ৯:২৯ অপরাহ্ণ

অসহায় ব্যাক্তির ফোন পেয়ে তাৎক্ষনিক ব্যাবস্তা এম,পি মুকুলের।
বিপদের দিনের বন্দুই প্রকৃত বন্দু,আর ভোলা-২আসনের সর্বস্তরের জনগনের বিপদের বন্দুই হচ্চেন আলী আজম মুকুল এম,পি।
আজ বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাদল চন্দ্র দাস চরফ্যাশনে পান বিক্রি করতে যাওয়ার সময় অনাকাঙ্ক্ষিত একটি ঘটনায় কিছু দুবৃত্ত দ্বারা চক্রান্তের শিকার হন।কোন উপায় না দেখে বাদলের স্ত্রী ভোলা -২এর অভিভাবক জননেতা আলহাজ্ব আলী আজম মুকুল এম,পি মহোদয়কে বিষয়টি জানান।
এম,পি মহোদয় সাথে সাথেই বিষয়টি সমাধানের জন্য লালমোহন থানার অফিসার ইনচার্জ কে নির্দেশ দেন। লালমোহন থানার অফিসার ইনচার্জ দ্রুত তার ফোর্স পাঠিয়ে বাদলকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং তাকে পরিবারের হাতে তুলে দেন।এ প্রসঙ্গে ভিকটিমের ছেলে বাপি রায় বলেন এম,পি মহোদয়ের কাছে আমারা চির কৃতজ্ঞ,তাকে ধন্যবাদ দেওয়ার মত ভাষা আমাদের নেই।

Development by: webnewsdesign.com