কাজিপুরে যানবাহনের ভাড়া বৃদ্ধিপেলেও মানা হচ্ছে না সামাজিক দুরত্ব ।

সোমবার, ০৮ জুন ২০২০ | ৯:২৫ অপরাহ্ণ

কাজিপুরে যানবাহনের ভাড়া বৃদ্ধিপেলেও মানা হচ্ছে না সামাজিক দুরত্ব ।

কাজিপুর থেকে চলাচলকারি যানবাহনের ভাড়া দেড়গুন থেকে দ্বিগুন বৃদ্ধি করা হলেও যানবাহন গুলোতে যাত্রী সাধারণদের যাতায়াতের ক্ষেত্রে সামাজিক দুরত্ব মেনে চলা হচ্ছে না। বিশেষকরে অধিক চলাচলকারি যানবাহন সিএনজি, অটো রিক্সা সহ স্থানীয়ভাবে চলাচলকারি ভ্যানে এই নিয়ম একেবারেই মানা হচ্ছে না। এতে করে করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

গত শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায় মেঘাই থেকে শেরপুরগামী সি এন জি আগে ভাড়া ৫০ টাকার স্থলে ৬০ টাকা, সিমান্তবাজার থেকে সিরাজগঞ্জগামী সিএনজিতে ৩৫ টাকার স্থলে ৬০ টাকা, পিপুলবাড়িয়া থেকে সিরাজগঞ্জে ৩০ টাকার স্থলে ৪০ টাকা ভাড়া নেয়া হলেও যাত্রীগণকে নিয়ম না মেনে তিনজনের স্থলে ৫জন যাত্রী নেওয়া হচ্ছে।

এ বিষয়ে পৃথকভাবে মেঘাই, সিমান্তবাজার ও পিপুলবাড়িয়ার চেইনমাস্টারের সাথে কথা বলে তারা জানান,আমরা স্টান্ডথেকে ৩জনের বেশী যাত্রী তুলতে দেই না তবে কোন চালক যদি রাস্তা থেকে যাত্রী তুলে নেয় তার দায়ভার তাকেই নিতে হবে। স্থানীয় যাত্রী সাধারণ বিষয়টি নিয়ে কাজিপুর উপজেলা প্রশাসনসহ থানা পুলিশের হস্থক্ষেপ কামনা করেছেন।

Development by: webnewsdesign.com