ভোলায় করোনা রুগীর ঠাই হলো না বাড়িতে, চিকিৎসার দ্বায়িত্ব নিলেন এম,পি শাওন

শুক্রবার, ০৫ জুন ২০২০ | ২:৪২ অপরাহ্ণ

ভোলায় করোনা রুগীর ঠাই হলো না বাড়িতে, চিকিৎসার দ্বায়িত্ব নিলেন এম,পি শাওন

মাতৃহারা গৃহপরিচারিকা শিরিন আক্তার করোনা পজেটিভ জানতে পেরে জম্মদাতা পিতা মোস্তাফিজুর রহমান মেয়ে শিরিনকে তার বাড়িতে আশ্রয় দিতে অপারগতা প্রকাশ করে। এই ঘটনা যে কোন ভাবেই হোক পৌঁছে যায় ভোলা-৩ (লালমোহন-তজুমুদ্দিন) আসনের এম.পি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের কাছে।

 

খবর পাওয়া মাত্র নুরুন্নবী চৌধুরী শাওন করোনা পজেটিভ রোগী শিরিন’কে তাৎক্ষনিক উন্নত চিকিৎসার্থে এ্যাম্বুল্যান্সে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন এবং শিরীন সুস্থ্য না হওয়া পর্যন্ত তার সমস্ত ব্যয়ভার বহন করবেন বলে তাকে অাশ্বস্ত করেন।।

 

ভোলার তজুমদ্দিনে মা-হারা গৃহপরিচারিকা কিশোরীর করোনা পজিটিভ আক্রান্ত হওয়ার পর জন্মদাতা বাবা ভাই বোন কেহই তার পাশে থাকতে রাজি হয়নি। রোগীর অবস্থার অবনতি হওয়ায় এ্যাম্বুলেন্স ভাড়া করে চিকিৎসা ব্যয় বহনসহ যাবতীয় খরচের দায়িত্বভার গ্রহন করলেন ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।

Development by: webnewsdesign.com