তাহিরপুরে নিম্নআয়ের মানুষদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ

শুক্রবার, ০৫ জুন ২০২০ | ৩:০৪ অপরাহ্ণ

তাহিরপুরে নিম্নআয়ের মানুষদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ

সারাদেশে মহামারি (কোভিড-১৯) করোনা ভাইরাস প্রাদুর্ভাব সংকটকালীন সময়ে,সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন (এসডব্লিউএফ) রিকল ২০২১ প্রকল্প। অক্সফ্যাম ইন বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় খাদ্য সহয়ায়তা পেয়েছেন উপজেলার তিনটি ইউনিয়নের নিম্নআয়ের অসহায় ২৫০ জন (সিবিও) সদস্যগণ।

 

বৃহস্পতিবার ৪ জুন বেলা ১১ টায় উপজেলা সদর প্রাঙ্গনে সামাজিক দুরুত্ব বজায় রেখে অক্সফ্যাম ইন বাংলাদেশ এর খাদ্য সহয়ায়তা গুলো তুলে দেয়া হয়েছে। উপজেলা সদরে ৯০ জন, বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদে ৮০ জন,দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে ৮০ জন (সিবিও) সদস্যগণ খাদ্য সহায়তা পেয়েছেন।

 

প্রতি জনকে ১০ কেজি চাউল, ১কেজি ডাল,১ লিটার সয়াবিন তৈল,২টি সাবান,আধা কেজি ডিটারজেন্ট পাওডার,১প্যাকেট স্যানিটারি ন্যাপকিন। এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিজেন ব্যানার্জী,উপজেলা প্রকল্প সমন্বয়কারী মোঃ হারুন-অর রশিদ,ফিল্ড ফ্যাসিলিটেটর সেলিনা আক্তার প্রমুখ সহ প্রকল্পের সকল কর্মকর্তাগন।

Development by: webnewsdesign.com