রংপুরের ডিমলায় মুক্তিযোদ্ধা ,প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ প্রদান করেন

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০ | ৭:৫৯ অপরাহ্ণ

রংপুরের ডিমলায় মুক্তিযোদ্ধা ,প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ প্রদান করেন

বাংলাদেশে চলমান করোনা মহামারি (কোভিট-১৯) করোনা ভাইরাস প্রার্দুভাবে আজ ৩ জুন বুধবার সকালে নীলফামারীর ডিমলা উপজেলা বীরমুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ভাসানী মুক্তিযোদ্ধা। ঈদে বোনাস ২০ হাজার টাকা স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানীর হাতে তুলে দেন।

 

বৃদ্ধ মুক্তিযোদ্ধার অর্থ গ্রহন করে উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায় দেশের কৃতি সন্তানকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের এই মহামারীতে ডিমলা উপজেলায় বৃদ্ধ মুক্তিযোদ্ধা যে ভূমিকা রাখলো তা চিরস্মরণীয় হয়ে থাকবে বলে আমি মনে করি।

 

এ অর্থ প্রদানের সময় উপস্থিত ছিলন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সামছুল হক, বীরমুক্তিযোদ্ধা আজাহার আলী। মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ভাসানী বলে আমার নিজেস্ব ১ মাসের সম্মানী ও ঈদ-উল ফিতরের বোনাসের অর্থ ইউএনও স্যারের মাধ্যমে প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলে আমার নিজ হাতে সেই অর্থ তুলে দিলাম।

Development by: webnewsdesign.com