বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় ৩৭টি মামলা, ৩৬ হাজার টাকা জরিমানা

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০ | ৫:২৪ অপরাহ্ণ

বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় ৩৭টি মামলা, ৩৬ হাজার টাকা জরিমানা

বাগেরহাটে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে জনসাধারণের বিরুদ্ধে ৩৭টি মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত সেই সাথে ৩৯ জনকে ৩৬ হাজার ১০০ টাকা জরিমানা করেছে। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাটবাজার ও রাস্তায় চলাচল করা গণপরিবহণে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই দন্ড দেয়। মূখে মাক্স ব্যবহার না করার অভিযোগে এই সব ব্যক্তিদের জরিমানা করা হয়।

 

বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিনুজ্জামান বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বাগেরহাটে ৩০টি ভ্রাম্যমাণ আদালত মাঠে তৎপর রয়েছে। সরকারের জারি করা স্বাস্থ্যবিধি না মেনে কেউ পথে বেরোলে তাকে আমরা কোন ছাড় দিচ্ছিনা। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাটবাজার ও রাস্তায় চলাচল করা গণপরিবহণে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা ৩৭টি মামলা করেছে। এসময়ে তাদের কাছ থেকে ৩৬ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেছে। এই নিয়ে গত ৪৮ ঘন্টায় ৭২ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

Development by: webnewsdesign.com