গাইবান্ধা সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাল উদ্ধার

মঙ্গলবার, ০২ জুন ২০২০ | ৭:০৮ অপরাহ্ণ

গাইবান্ধা সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাল উদ্ধার

গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লেংগাবাজারের রাজা মিয়া নামে এক সার ব্যবসায়ীর গোডাউন থেকে ৩০ কেজি ওজনের ৩০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাতে স্থানীয় লোকজন ওই গোডাউন থেকে চালগুলো উদ্ধার করে। পরে তারা সদর উপজেলা নির্বাহী অফিসার ও থানায় খবর দেয়।

পরবর্তীতে ইউএনও প্রসূন কুমার চক্রবর্ত্তীর নির্দেশে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সিরাজুল ইসলাম সেখানে গিয়ে চালগুলো উদ্ধার এবং গোডাউন সিলগালা করে দেন। এ সময় সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম উপস্থিত ছিলেন।

খাদ্য কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম জানান, উদ্ধার করা চালগুলো খাদ্যবান্ধব কর্মসূচির। এ ব্যাপারে সদর থানায় মঙ্গলবার একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

স্থানীয় জনগণের অভিযোগ, ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় সার ব্যবসায়ী রাজা মিয়া ওই চালগুলো সংগ্রহ করে। ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, খাদ্য বান্ধব কর্মসূচির চাল ডিলাররা বিতরণ করেন। এ ব্যাপারে তার কোনো সম্পৃক্ততা নেই বলে তিনি দাবি করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার প্রসূন কুমার চক্রবর্ত্তী জানান, চালগুলো সিজ করে স্থানীয় দোকান মালিক সমিতির সভাপতি আজিজার রহমানের তত্ত্বাবধানে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Development by: webnewsdesign.com