গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মঙ্গলবার, ০২ জুন ২০২০ | ৭:২১ অপরাহ্ণ

গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

করোনা দুর্যোগের সময়ে গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ২ জুন মঙ্গলবার অবস্থান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় শহরের আসাদুজ্জামান স্কুল মার্কেটের সামনে বাম গণতান্ত্রিক জোট, গাইবান্ধা জেলা সমন্বয়ক মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী, বাসদ (মার্কসবাদী) জেলা কমিটির সদস্য কাজী আবু রাহেন শফিউল্যাহ, সিপিবি জেলা কমিটির সহ- সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানী প্রমুখ। বক্তারা বলেন, করোনা ভাইরাস নিয়ন্ত্রণের অনেক সময় পেয়েছিল বাংলাদেশ কিন্তু সরকারের সিদ্ধান্তহীনতার কারণে আজ আমাদের দেশেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে।

একদিকে করোনার উর্ধ্বমুখী প্রবনতার সময়ে লকডাউন তুলে দিয়ে দেশের মানুষকে ঝুঁকিতে ফেলে দিয়েছে অন্যদিকে গণপরিবহণের ভাড়া বাড়িয়ে গরীব নিম্নমধ্যবিত্ত মানুষের পকেট কাটার ব্যবস্থা করে দিয়েছে। বক্তারা দাবি করেন, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি নয় বরং জ্বালানী তেলের মূল্য কমাতে হবে এবং তারপরেও প্রয়োজন হলে ভর্তুকী দিয়ে গণপরিবহন চালু করতে হবে।

Development by: webnewsdesign.com