হবিগঞ্জের লাখাইয়ে ঘূর্ণিঝড়ে অর্ধ শতাধিক বাড়িঘর লণ্ড ভণ্ড

সোমবার, ০১ জুন ২০২০ | ৭:৪২ অপরাহ্ণ

হবিগঞ্জের লাখাইয়ে ঘূর্ণিঝড়ে অর্ধ শতাধিক বাড়িঘর লণ্ড ভণ্ড

হবিগঞ্জের লাখাইয়ের মনতৈল গ্রামে ঘূর্ণিঝড়ে পোল্টি মোরগের ফার্মসহ অর্ধ শতাধিক বাড়িঘর লণ্ড ভণ্ড হয়ে গেছে। শুধু তাই নয়, ভেঙ্গে গেছে গাছপালা।

স্থানীয়রা জানান, সোমবার ভোরে হঠাৎ করে ঘূর্ণিঝড়টি আঘাত হানে করাব ইউনিয়নের মনতৈল গ্রামে। ঘুর্ণিঝড়ে অর্ধশতাধিক ঘর বাড়ি ও শতাধিক গাছ পালা ভেঙ্গে গেছে। সকালে লাখাই  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকার ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় তিনি জানান, ঘূর্ণিঝড়ে অর্ধ শতাধিক বাড়ি,  বিদ্যুতের তার ছিঁরে পড়েছে। এছাড়াও ৩ শতাধিক গাছপালা উপড়ে পড়ে এবং গাছ ও বাড়ির টিন পড়ে কয়েকজন আহত হয়েছেন। তিনি বলেন, ঝড়ে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার তালিকা তৈরি করব। তারপর ব্যবস্থা নেয়া হবে।

Development by: webnewsdesign.com