সাস্থবিধি না মেনে পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেল লঞ্চ।

সোমবার, ০১ জুন ২০২০ | ১১:৫৪ পূর্বাহ্ণ

সাস্থবিধি না মেনে পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেল  লঞ্চ।

সরকার ঘোষিত স্বাস্থ্য বিধিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে  কানায় কানায় যাত্রী পূর্ণ করে ঢাকার উদ্দেশে ছেড়ে গেল দোতলা লঞ্চ। ঘাটে পুলিশ থাকলেও  যাত্রীদের চাপে কোন আইনই কাজে লাগেনি। ফলে করোনা প্রতিরোধের চেয়ে করোনা ছড়িয়ে পড়ারই আশংকা সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় দুই মাসাধিকাল পর ৩১ মে থেকে সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে গণপরিবহন চলাচল করার বিষয়ে ৩০ মে প্রজ্ঞাপণ জারি করা হলে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে এবং  দক্ষিণাঞ্চল হতে ঢাকায় লঞ্চ চলাচল শুরু হয়। লঞ্চে কঠোরভাবে স্বাস্থ্য বিধি মেনে যাত্রী নেয়ার কথা থাকলেও বাউফলের কালাইয়া লঞ্চঘাটে  সরেজমিন দেখা গেছে, ঈগল-৪ লঞ্চে  কেবিনগুলো বাদে লঞ্চের দুটি ফ্লোরে তিল ধরার ঠাই নেই। নেই কোথাও সামাজিক বা শারীরিক দুরত্ব।  ঢাকা যাওয়ার জন্য মানুষ যেন হুমরি খেয়ে পড়ছে।

পুলিশ থাকলেও যাত্রীদের চাপে বিধিবিধান সব কাগজ- কলমে আটকে গেছে।  যাত্রীদের জন্য লঞ্চে ঢোকার পথে রাখা হয়েছে হাত ধোয়ার পানি  ও সাবান। কিন্তু যাত্রীদের হাত ধোয়ার ফুসরত নেই। ফ্লোরের জায়গা কিনতে যাত্রীদের গুণতে হয়েছে অতিরিক্ত অর্থ। তবে যাত্রী ভাড়া বাড়ানো হয়নি বলে সূত্র জানিয়েছে।

কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহাগ ফকির জানান, অতিরিক্ত যাত্রী চাপের কারণে নির্ধারিত সময়ের ৪৫ মিনিট আগে লঞ্চ ছেড়ে দেয়া হয়েছে।  স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য লঞ্চের অভ্যন্তরে হ্যান্ড মাইক দিয়ে যাত্রীদের বার বার অনুরোধ জানানো হয়েছে। কিন্তু  অনেকেই কথাগুলোর প্রতি গুরুত্ব দেয়নি।

Development by: webnewsdesign.com