ভোলা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

সোমবার, ০১ জুন ২০২০ | ৯:১৬ অপরাহ্ণ

ভোলা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

দীর্ঘ প্রায় দুই মাস পর স্বাস্থ্য বিধি মেনে চলার শর্ত স্বাপেক্ষে চালু হয়েছে ভোলার সাথে রাজধানী ঢাকসহ দেশের অন্যান্য অঞ্চলের লঞ্চ চলাচল। এতে গন্তব্যে যেতে পারার আনন্দ বিরাজ করছে যাত্রীদের মধ্যে। তবে অধিকাংশ যাত্রী সতর্কতা অবলম্বন না করায় করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কাও করছেন কেউ কেউ। অনেক যাত্রীই মানছেননা কোন স্বাস্থ্য বিধি। অপর দিকে অতিরিক্ত যাত্রীর চাপে নির্দিষ্ট সময়ের আগেই ঘাট ছাড়ছে লঞ্চ। ফলে বিপাকে পড়েছেন আগে থেকে টিকিট কেটে রাখা যাত্রীরা।

এদিকে যাত্রীদের মধ্যে করোনা প্রতিরোধে সতর্কতা অবলম্বন করতে দেখা যায়নি। অনেক যাত্রীই ছিলেন মাক্স ছাড়া। আবার কেউ কেউ মাক্স পড়লেও নিরাপদ দূরত্ব কেউই মানেনি। অপর দিকে লঞ্চকর্তৃপক্ষকেও তেমন কোন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি। তবে বিআইডব্লিউটিএ ভোলার সহকারী পরিচালক কামরুজ্জামান জানিয়েছেন, লঞ্চগুলোকে স্বাস্থ্য বিধি মেনে যাত্রী পরিবহন করতে হবে। সকল যাত্রী যাতে মাক্স ব্যবহার করে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখে সেজন্য লঞ্চ কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে। কেউ তা না মানলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Development by: webnewsdesign.com